বিদেশে পাসপোর্ট হারানোর গল্প
পাসপোর্ট হারানোর কথা ॥ বামাপদ গঙ্গোপাধ্যায় ॥ সকাল তখন ৭ টা হবে । প্রাতরাস হলে প্রায় ১০০ জন মানুষ । এর মধ্যে আমাদের টিমের এক বয়স্ক মানুষ এসে বল্লেন : আমার পাশপোর্ট মনে হয় হারিয়ে গেছে । সারা ঘরে খুঁজেও পেলাম না । হঠাৎ আমার মাথাটা অন্ধকার হয়ে গেলো । মনে হলো প্রাতরাস টেবিলের সমস্ত কাঁচের প্লেট গুলো ভেঙে পড়লো এক সাথে । আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো ' মানে ' ? কোথায় গিয়েছিলেন কাল ? ভদ্রলোক বল্লেন: কাল এলকাইজার শো তে নিচু হয়ে ঢুকতে গিয়ে মনে হয় পড়ে গেছে । সাথে সাথে ওনার রুম মেটকে ডেকে পাঠালাম । তিনি এসে বল্লেন , সকাল থেকে সারা ঘর খুঁজেও আমি পাইনি ।কোরালদ্বীপে যেতে হবে সকাল ৮ টার মধ্যে। বাসরেডি আমারা এসেছি ৪৬ জন মানুষ । বাসে ওঠার আগেই সেই বার্তা রটে গেলে ক্রমে ।পাশপোর্ট হারিয়েছে কী হবে ? কী হবে দাদা ? বিদেশ বিভুঁইতে কত কিছু হারিয়ে যায় । এ কিনা পাশপোর্ট ? আমিও মাথায় আনতে পারছি না কী করবো ? থাইল্যান্ডের ভাষা বলতে পারি না । ইংরেজি বল্লে কেউ বুঝতে চায় না । কার কাছে যাই । থানায় গিয়ে বল্লে ওরা কী ডাইরি নেবে ? পুলিশ যদি ওঁনাকে আটকে রাখে ? থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক । আম