আমার সম্পর্কে


 নতুন করে ভ্রমণ দেখা । 


নমস্কার । আমি বামাপদ গঙ্গোপাধ্যায় । এই নামটির সাথে কিছু মানুষের পরিচয় আছে । সেটা শুধু লেখালিখির সুবাদেই নয় । দীর্ঘ ত্রিশ বছর আমি একটি ভ্রমণ সংস্থা চালাই। ভ্রমণ সংস্থা চালাবার পাশাপাশি । বিভিন্ন ম্যাগাজিনে খবরের কাগজে লেখালিখি করেছি । 'ভ্রমণ' পত্রিকা সংস্থার সাথে কিছুদিন কর্মজীবন ও কাটিয়েছি । বেড়ানো নিয়ে আমার একটা স্বপ্ন ছিল ও আছে ।নিজের ভ্রমণ সংস্থা থাকার জন্য ভারতবর্ষে প্রায় সব রাজ্য একাধিকবার ঘুরে ফেলেছি । শুধু ভারত নয় , দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ আমি ঘুরেছি । ঘুরেছি ইউরোপের বিভিন্ন দেশে । দেশ ও বিদেশ ভ্রমণের অনেক অভিজ্ঞতা, অনেক ভাবনা আমার মাথায় রয়ে গেছে । সেগুলোকেই আমি একটু একটু করে প্রকাশ করতে চাই আমার ব্লগের মাধ্যমে । আমার এই রূপলোকের আশ্চর্য ভ্রমণকাহিনী আপনি বাড়ি বসেই স্পর্শ করতে পারবেন ।
আমার এই ব্লগে গেলেই পেয়ে যাবেন ছবিসহ নতুন নতুন ভ্রমণ কাহিনী । নিয়মিত পড়ুন আর জানান কেমন লাগছে । 



মন্তব্যসমূহ

  1. আমার ভ্রমণ লেখা আসলে মানস পটে ছবি আঁকা । সেই আত্মপ্রকাশের মাধ্যমে সকলের মনে যাতে স্বপ্নময় কাব্য হয়ে ওঠে , তারই প্রচেষ্টা মাত্র । আপনারা আমার ব্লক করুন মন্তব্য করুন , তাহলেই আমার ব্লগের সার্থকতা হবে ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রামায়ণের পথে শ্রীলঙ্কায় ভ্রমণ

কল্পা কিন্নর হিমাচল প্রদেশ

ইতালির কলোসিয়াম