করানোর প্রভাবে, আত্ম কথন । হে স্বপ্নময় মাধুবিলতা

 হে স্বপ্নময় মাধুবিলতা ॥

বামাপদ গঙ্গোপাধ্যায়॥


লিখতে ইচ্ছে করে না । কিন্তু ভেতর থেকে লেখা গুলো মাথায় ঘুরপাক খায় । ধোঁয়ার মতো মেঘ গুলো মাথায় চেপে বসে । কোন লাইক বা সুন্দর মন্তব্য শোনার কোন মোহ আমার নেই । আমার লেখা বহু মানুষ পড়েন আবার কেউ ভীষণ অপছন্দ করেন । লেখাটা একদম ব্যাক্তিগত। নিজের জন্যই লিখি । সেটা কারুর ভালো লাগলে আনন্দ পাই । করোনার প্রভাব এমন একটা স্তরে এসে দাঁড়িয়ে আছে যেখানে স্তব্দ চরাচর । আমি ছোট একটা ভ্রমণ সংস্থা চলাই । চলাই না এখন বলতে হচ্ছে চালাতাম । আজ কতোটা অসহায় মনে হচ্ছে নিজেকে কাউকে বোঝাতে পারবো না , কোন কাজ নেই । কোন কাজের দিশা নেই । কত দিন এভাবে দিন কাটবে জানি না । সারাদিন বসে থাকা  । বই পড়তে পারছি না । লিখতে গেলে মনে হয় কেন লিখছি ? 

ফেসবুকে আজ যেটা লিখলাম । কাল কেউ পড়ে না । একদিনের অরণ্যের দিনরাত্রি । পরের দিন সেটা পুরনো । খবরের কাগজের মতো বাসি । আমার কাছে সেটা বাসি নয় । প্রতিটি লেখার মধ্যে আমার ভালোলাগা খারাপ লাগা  জড়িয়ে থাকে । জীবন জুড়ে, জীবন লুকিয়ে থাকে । সবাই বলে আবার ভালো সময় চলে আসবে । গত বছর ২২ মার্চ পর একজন বলেছিলেন : প্রতিটি মানুষের কর্ম জীবন পাল্টে যাবে । যে যা ব্যবসা করতেন সেটাই যে আপনি করতে পারবেন এটা আর ভাববেন না । বিকল্প পথ খুঁজতে হবে । বিকল্প কি ?  এটাই ভেবে গেছি ।  কোন বিকল্প পথ খুঁজে পাচ্ছি না ।  বিকল্প হিসাবে কি করবো বাড়ি বসে যা মনে হয় লিখি । কিন্তু তাতে আর পেট চলে না । কিন্তু রক্তে যে লেখার সুর বয়ে । বাঁশির সুর লতাপাতায় জড়িয়ে থাকে । চোখের নিচে কালি পড়ে গেলেও চোখ খুলে তাকাতে ইচ্ছে করে প্রকৃতির প্রাণে । মনে হয় যে রঙ গুলো চোখে লেগে আছে তাকে আকার দি শব্দ দিয়ে । শিল্প মাত্র কৃত্রিম । শব্দও কৃত্রিম । তাই দিয়েই আঁকি আমার নিজস্ব স্বপ্নপ্রতিমা । 

ছবি সংগ্রহ

সাগিনা মহাতোর মতো মনে হয় বলি এই তো জীবন কালিদা । এখন তো জীবনের মানে পাল্টে গেছে । জীবন মানে .... সিনেমা। তাতে রক্ত নেই , প্রাণ নেই , আবেগ নেই । এটাই জীবন । বেঁচে থাকার কোন রসদ আর নেই । রোজই দেখছি আকাশে মেঘে ঢাকা তারাদের । ভাবি সব তারাই কি লুকিয়ে থাকে দিনের আলোয় ? 

লিখতে ইচ্ছে করে না তবুও লিখি । ফেসবুকে লাইক আছে । ডিসলাইক থাকলে আমার ভাগ্যে সেটাই বেশি জুটতো ।ভালো ভালো লেখার মাঝে  আমার ভাঙা মস্তূলহীন ডিঙি নৌকা হারিয়ে যায় ।  অস্থিরতা আমায় চেপে ধরে । হে মাধবীলতা আমার পাঁচিল বিহীন বাড়িতে তুমি লতিয়ে ওঠো ! ! 

ছবি ॥ সংগ্রহ 


মন্তব্যসমূহ

  1. "জীবন জুড়ে জীবন লুকিয়ে থাকে।" ........এইটাই পাওয়া। এর জন্যেই স্বপ্নটা দেখে যেতে হয়। জানি, কিছুটা সুস্থির জায়গা থেকে আলগা শেকড়ের যন্ত্রণা অনুভব করা কঠিন, সে যতোই বলি না কেন ! মিছে কাব্যাই মনে হয়। ..... তবু, জীবন যুদ্ধ জারী থাকে, এক অনাবিল নুতনত্বের সন্ধানে । . .... হ্যাঁ, কালী দা"রা জীবনটাকে উপলব্ধি করেন। লাইক বা আনলাইক এ বাঁধতে জানেন না তারা। ....... আমি নিশ্চিত জানি, জয় আমাদের ছিনিয়ে নিতে হবে।

    উত্তরমুছুন
  2. জীবিকা একটা জলন্ত বাস্তব,সেটা আজ আমার আপনার হাতে নেই, কিন্তু আপনার যা নিজস্ব সম্পদ তা হলো আপনার লেখা ও কল্পনা শক্তি, তাতে পেট ভরেনা ঠিকই, কিন্তু বহু মানুষ এর মন ভরে, আপনি আবার কলম ধরুন, আমি বলব ফেসবুকে র সাথে সাথে প্রিন্ট মিডিয়া যা ছিল আপনার পুরানো জায়গা সেখানে ফিরে আসুন, সব পরিস্থিতিতেই ভালো থাকুন এটাই প্রার্থণা

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রামায়ণের পথে শ্রীলঙ্কায় ভ্রমণ

কল্পা কিন্নর হিমাচল প্রদেশ

ইতালির কলোসিয়াম