সুইজারল্যান্ডের লুসর্নের সিংহ

 সুইজারল্যান্ডের  লুসর্নের সিংহ

বামাপদ গঙ্গোপাধ্যায় 

চ্যাপেল ব্রিজ

সুইজারল্যান্ডে লুসর্ন শহরে রিউস নদী । এলাকাটা বেশ সুন্দর । দূরে আল্পসের হাতছানি । একটা বড় স্কয়ার ট্রাম গাড়ি যাচ্ছে বাস ।তার মধ্যে দিয়েই মানুষের চলাচল । বেশিরভাগ মানুষই পর্যটক । চারিপাশে বড় বড় বিল্ডিং  একপাশে সুইজব্যাঙ্ক । আর চারিপাশে সুইজারল্যান্ডের বড় বড় ঘড়ি কম্পানির শো রুম । সবাই কেনাকাটা করছেন । আমি কী করবো?একটু আইশ ক্রীম খেয়ে নদীর ধারে বসেও সময় কাটছে না ।  সময় কাটানোর জন্য  ঢুকে পড়লাম সাহস করে সুইজব্যাংকে । এতো নাম শুনেছি ! ঢুকতে ভয় লাগছে। ঢুকতেই একজন ঝা চকচকে ভদ্রমহিলা বলবেন ,  আপনার জন্য কী করতে পারি ? কী বলবো ? কী করতে পারেন ? বাংলায় বললাম শুনি বড় লোকরা কর ফাঁকি দিয়ে এখানে টাকা রাখে তাই দেখতে এলাম । what ? বাংলা শুনে কী বলবেন বুঝতে না পেরে বসতে বল্লেন ।  তারপর কথা বললাম , জানলাম কী ভাবে কী হয় । কী করে এখানে একাউন্ট খোলা যায় । এককাপ চা পেলাম ফ্রি তে । তারপর ব্যাঙ্ক একাউন্ট খুলতে গেলে কী কী লাগে সব আমায় দিলেন । পরিচয় হবার পর বল্লেন আপনি চ্যাপেল ব্রিজটা দেখেছেন ? বললাম না তো । সেটা আবার কী ? গেলাম দেখতে । ক্যাপেলব্রেক (আক্ষরিক অর্থে চ্যাপেল ব্রিজ) একটি আচ্ছাদনযুক্ত কাঠের ফুটব্রিজ যা মধ্য সুইজারল্যান্ডের লুসর্ন শহরে রিউস নদীর তির্যকভাবে বিস্তৃত।i

চ্যাপেল ব্রিজ

 সেন্ট পিটার্স চ্যাপেলের নামানুসারে নামকরণ । কাঠের ব্রিজ আর কী দেখবো । গিয়ে অবাক হয়ে যাই । ১৩৬৩ সালের ব্রিজ ! অসাধারণ কাঠের কাজ । ১৯৯৩ সালে আগুন লেগে কিছুটা ক্ষতি হয়েছে । তবুও ৭০০ বছরের পুরনো ব্রিজে পা রাখতেই  শরীরে একটা অনুভূতি হয়েছিল । ক্যাপেলব্রেক হ'ল ইউরোপের প্রাচীনতম কাঠের আচ্ছাদিত সেতু,পাশাপাশি বিশ্বের প্রাচীনতম বেঁচে থাকা ট্রাস ব্রিজ । এটি শহরের প্রতীক এবং সুইজারল্যান্ডের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ হিসাবে কাজ করে। ব্রিজ থেকে দাঁড়িয়ে আছি । লোকজন সব কেনাকাটা করছে । অনেকক্ষণ এদিক ওদিক করে , কয়েকটা সুইস চকলেট কিনলাম । ঘড়ি আমি পড়িনা তাই ঘড়ি কেনার কোন প্রশ্ন নেই পয়সাও নেই । মনে পড়ছে এই স্কোয়ারে দাঁড়িয়েই কিছুটা হেঁটে গেলেই একটা সিংহের মূর্তি আছে । প্রথমবার আমি যাইনি আমার সিংহের মূর্তি দেখার কোনো ইচ্ছে ছিল না । কিন্তু জায়গাটা আমার চেনা । হাঁটতে হাঁটতে চলে যাই সিংহের মূর্তি দেখবো বলে । গিয়ে দেখি একটা জলাশয় । পেছনে পাহাড় । পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে একটি সিংহের মূর্তি যাকে বলা হয় লুসার্নের সিংহ । 

লুসার্নের সিংহ

লুসার্নের সিংহ । জলের ভেতর পড়ে রয়েছে ছোট ছোট পয়সা । এগুলো নিশ্চয়ই ইউরো অথবা সুইজ ফাঁ।  টয়লেটে যেতে এখানে ১ ইউরো লাগে। আমাদের দেশে প্রায় এক ইউরো মানে ৮০ টাকা । ভাবি হাত দিয়ে কয়েকটা তুলে নিলে হয় না ! প্রচুর মানুষ ভিড় করে আছেন লায়ন স্মৃতিসৌধ সামনে । আমিও ছবি তুলি মোবাইল দিয়ে । অনেকটা দূরে থাকার জন্য ছবি খুব ভালো আসছে না । 

ব্যাঙ্ক থেকে বেরিয়ে

লায়ন স্মৃতিসৌধ  বা লায়ন অফ লুসার্ন হ'ল সুইজারল্যান্ডের লুসার্নে একটি পাথর উপর খোদাই করা পাথারের ভাস্কর্য ।  ফরাসী বিপ্লবের সময় ১৭৯২ সালে গণহত্যার শিকার সুইস গার্ডদের স্মরণ করে,বার্টেল থোরভালডসেন ডিজাইন করার পর ভাস্কর  লুকাশ আহোর্নে পাঁচ বছর (১৮২০ -২৫)ধরে এটি খোদাই করেন   এটি সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত নিদর্শন,  প্রতি বছর প্রায় ১.৪ মিলিয়ন পর্যটক দেখতে আসেন ।  ২০০o  সালে এটি সুইস স্মৃতিস্তম্ভ সুরক্ষার অধীনে স্থাপন করা হয়েছিল।


 ফরাসী বিপ্লবের  সুইস গার্ডদের স্মরণে এই স্মৃতিসৌধটিকে বিশ্বের সবচেয়ে দুঃখজনক পাথর বলা হয়।মার্ক টোয়েন মারাত্মকভাবে আহত সিংহের ভাস্কর্যটির প্রশংসা করেবলেছিলেন  "বিশ্বের সবচেয়ে শোকার্ত  ও চলমান পাথর।"  ছবিটা একটু বড় করলে দেখা যাবে সুইস গার্ডদের নাম । ছবি আমার মোবাইল ফোনে তোলা ।

মন্তব্যসমূহ

  1. লুসর্নের সিংহ -- দেখতে সুইজারল্যান্ড গেলেন কেন ? আপনার কল্পনার যা জোর, সে হালিশহরে বসেই আপনি নিশ্চিত দেখে নিতে পারতেন ! আর গরীব ভারতবর্ষের মুখের দিকে তাকিয়ে, নিজে না করলেও কত গরীব (???) ভারতবাসী আছেন যাদের কথা ভেবে শ - খানেক প্রিভিলেজ বুকিং রাখতেই পারতেন। ...... যে কথাটা বলা বাকি, আপনার অন্যান্য ভ্রমণ বিশ্লেষণের মতোই এটিও অনবদ্য। যেন এই just ঘুরে এলাম।

    উত্তরমুছুন
  2. আপনার লেখা অসাধারণ।আপনার প্রতিটি লেখার মধ্যে একটা স্বচ্ছ দর্পণ দেখতে পাই।যে দর্পণে আপনার সহজ সরল অন্তর আত্মা দেখতে পাই।
    "ম"

    উত্তরমুছুন
  3. Being a globe trotter,your vivid description enriches others who are not capable of visiting this place.Candid description and expression.
    Your travel activities are envy to others.

    উত্তরমুছুন
  4. হোক না মোবাইলে তোলা ছবি , ঝকঝকে ছবির সঙ্গে অনবদ্য লেখা ও বর্ণনা । just জমিয়ে দিলো ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রামায়ণের পথে শ্রীলঙ্কায় ভ্রমণ

কল্পা কিন্নর হিমাচল প্রদেশ

ইতালির কলোসিয়াম